ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


তৃতীয় দিনে জোড়া ফিফটিতে চালকের আসনে বাংলাদেশ


২৪ ফেব্রুয়ারি ২০২০ ২১:২৯

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ২৪০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সেখান থেকে তৃতীয় দিন শুরু করেছে স্বাগতিকরা। এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ২৭৯ রান। টাইগাররা এখন পর্যন্ত ১০ রানের লিড নিয়েছে। উইকেটে রয়েছেন মুশফিকুর রহীম (৫৩) এবং অধিনায়ক মুমিনুল হক (৯১)।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস : (আগের দিন ২২৮/৬) ২৬৫ (১০৬.৩ ওভার); (মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেইলর ১০, রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৩০, তিরিপানো ৮, এনডিলোভু ০, টিসুমা ০ ও নিয়াউচি ৬*; ইবাদত ০/২৬, রাহী ৪/৭১, নাঈম ৪/৭০ ও তাইজুল ২/৯০)।

বাংলাদেশ ১ম ইনিংস: ৭১ ওভারে ২৪০/৩ (তামিম ৪১, সাইফ ৮, শান্ত ৭১, মুমিনুল ৭৯*, মুশফিক ৩২*; তিরিপানো ১/৪০, নিয়াউচি ১/৪১, রাজা ০/৭৫, টিসুমা ১/৪৬, এনডিলোভু ০/৩৩)।