ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


পাল্টে যাচ্ছে মিরপুর স্টেডিয়ামের চেহারা


২৭ নভেম্বর ২০১৯ ২২:৪৭

চলতি বছরের ডিসেম্বরে শুরু হচ্ছে বিপিএলের সপ্তম আসর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ বিশেষ বিপিএল নিয়ে ব্যস্ত সময় পার করছে বিসিবি। ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামের এ বিপিএলকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে তারা। বঙ্গবন্ধু বিপিএলে নতুন রূপে দেখা যাবে ‘হোম অফ ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরে এ বাংলা স্টেডিয়ামকে। ইতোমধ্যেই স্টেডিয়ামটি সংস্কারের উদ্যোগ নিয়েছে বিসিবি।

স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের সামনে একটি মঞ্চ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ মঞ্চেই টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া স্টেডিয়ামের গ্যালারিও উন্নত করা হবে। বর্তমানে গ্যালারির বেশিরভাগ স্ট্যান্ডই ভাঙা। ফলে দর্শকদের নিচে বসেই খেলা দেখতে হতো। তবে বিপিএলের আগেই বদলে যাচ্ছে গ্যালারির চেহারা। ফলে নতুন চেয়ারে বসেই বিপিএল উপভোগ করতে পারবেন দর্শকরা। গ্যালারিতে চেয়ার বসানোর জন্য প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। কাজ সন্তোষজনক হলে তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিও করবে বিসিবি।

নতুনসময়/আইকে