ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


প্রোটিয়াদের লজ্জায় ডুবিয়ে ভারতের জয়


৭ অক্টোবর ২০১৯ ০১:৫৪

ছবি সংগৃহিত

ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে ২০৩ রানের বিশাল ব্যবধানে টেস্ট হারলো দক্ষিণ আফ্রিকা। ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫ উইকেট নেন ডানহাতি পেসার মোহাম্মদ শামি। এছাড়া রবিন্দ্র জাদেজা ৪ ও রবিচন্দ্রন অশ্বিন নেন ১ উইকেট। 

প্রথম টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনেই ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা। লাঞ্চের পরে শেষ হয়ে গেল প্রোটিয়া শিবির। লাঞ্চের আগেই ১১৭ রানে আট উইকেট তুলে নিয়েছিলেন সামি-জাদেজারা। লাঞ্চের পরে বাকি কাজটা সারলেন বাংলার পেসার সামি। 

প্রথম ইনিংসে ভারতের রানের পাহাড় তাড়া করা এলগার, ডু'প্লেসিরা কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না দ্বিতীয় ইনিংসে। অথচ মুথুস্যামি ও  পিদেত ভারতীয় বোলারদের ভালই সামলালেন। দু’ জনে করেন ৯১ রানের জুটি।

শনিবারের খেলা শেষে  দক্ষিণ আফ্রিকা ভারতের থেকে ৩৮৪ রান পিছনে ছিল। এই বিশাল রান তাড়া করে পঞ্চম দিনে ম্যাচ জেতা ছিল বেশ কঠিন। আগের ইনিংসে সেঞ্চুরি করা এলগারকে মাত্র ২ রানে ফিরিয়ে দিয়ে চতুর্থ দিনের শেষে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন জাডেজাই।

রবিবার শুরুতে ধাক্কা দেন অশ্বিন। তিনি ফিরিয়ে দেন থিউনিস ব্রুনকে (১০)। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে এর পর। অধিনায়ক ফ্যাফ দু’ প্লেসিকে ফেরান সামি। ডু’ প্লেসি করেন মাত্র ১৩ রান। খাতাই খুলতে পারেননি দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান কুইন্টন ডি’ কক। তাকেও ফেরান পেসার সামি। 

সামির বল বুঝতেই পারেননি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। মুথুস্যামি ও পিডেতের পার্টনারশিপও ভাঙেন সামিই। পিডেত করেন ৫৬ রান। মুথুস্যামি ৪৯ রানে অপরাজিত থেকে যান। প্রোটিয়া ব্রিগেড থেমে গেল ১৯১ রানে। 

নতুন সময়/এনকে