ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

এই দায়ের কোপ আমাদের জন্যও অপেক্ষা করছে


২৯ জুন ২০১৯ ০০:১৮

বরগুনায় রাস্তায় ফেলে প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে রিফাত শরীফ নামে এক যুবককে। এ সময় রিফাতের স্ত্রী ছাড়া কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। এ হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেটি দেখে নাড়া দিয়েছে বিবেক। সব শ্রেণিপেশার মানুষ নৃশংস এ হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছেন।

রিফাত হত্যার বিচারের দাবিতে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন সুপ্রিমকোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। তিনি সবাইকে রিফাতের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ব্যারিস্টার সুমন মনে করেন, রিফাতের ওপর যে দায়ের কোপ সন্ত্রাসীরা বসিয়েছেন, সেই কোপ সবার জন্য অপেক্ষা করছে।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে সুমন লেখেন- 'এই দায়ের কোপ শুধু রিফাত নয়, আমাদের সবার জন্য অপেক্ষা করছে। যদি এখনই এর প্রতিবাদ ও প্রতিরোধ না করি, তবে অনেক দেরি হয়ে যাবে। আমি আছি, থাকব। আপনারাও থাকুন।'

ব্যারিস্টার সুমন ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রে আগুন দিয়ে নুসরাত জাহান রাফি হত্যা মামলায়ও আইনি সহায়তা দিচ্ছেন। এর আগে জনস্বার্থে বেশ কয়েকটি মামলা পরিচালনা করে আলোচনায় আসেন তরুণ এ আইনজীবী।