ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


মক্কা থেকে হারামাইনে মদিনায় (ভিডিও)


১২ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩৭

মক্কা থেকে মদিনা পর্যন্ত দ্রুত গতির রেল ‘হারামাইন’ শীঘ্রই উদ্বোধন করছে সৌদি সরকার। হজ ও ওমরা পালনকারীদের জন্য কম সময়ে প্রথম শ্রেণি সুবিধা লাভের পাশাপাশি সহজে নিরাপদ ভ্রমণের জন্য বিশেষ এ ব্যবস্থা নিয়েছে দেশটি। উদ্বোধনের আগে তা চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী নাবিল ইবনে মোহাম্মদ আল-আমুদি। ৪৫০ কিলোমিটারের দীর্ঘ যাতায়াতে শীঘ্রই জনসাধারণের জন্য তা উন্মোক্ত করা হবে। খবর আরব নিউজ।

আল-আমুদি বলেন, মক্কা থেকে মদিনার দূরত্ব সাড়ে ৪০০ কিলোমিটার। এ দীর্ঘ পথ পাড়ি দিতে হারামাইন ট্রেনের সময় লাগবে ১২০ মিনিট তথা মাত্র ২ ঘণ্টা। ট্রেনটি উদ্বোধনে স্টেশনের প্রস্তুতিও সম্পন্নের পথে।

হারামাইন ট্রেন সার্ভিস শুধুমাত্র হজ ও ওমরা দর্শনার্থীদের জন্যই নয় বরং সার্বক্ষণিক সেবা প্রদানে চলবে তা। এর মাধ্যমে আর্থিক সুবিধা লাভের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে দেশটি।

এসএ