মিরপুরে বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ

শতভাগ বোনাসের দাবিতে রাজধানীর মিরপুর ১৩ নম্বরের মূল সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন।
ওপেক্স গার্মেন্টস লিমিটেডের শ্রমিক মো. মিজান বাংলানিউজকে বলেন, আমাদের অর্ধেক বেতন দিয়েছে। কিন্তু আমাদের বোনাস এখন পর্যন্ত দেয়নি। অন্যসব গার্মেন্টসে বোনাস শতভাগ দিয়েছে। কিন্তু আমাদের গার্মেন্টস থেকে অর্ধেক বোনাস দেবে বলে জানিয়েছেন মালিকপক্ষ। অন্য গার্মেন্টসের শ্রমিকদের মতো আমরাও শতভাগ ঈদ বোনাস চাই। রোববার (১৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত বোনাসের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। আজকেও আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করবো।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম জামান বাংলানিউজকে বলেন, পোশাক শ্রমিকরা তাদের শতভাগ বোনাসের দাবিতে আন্দোলন করছেন। মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়কের এক পাশে শ্রমিকরা অবস্থান নিয়েছেন। অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি, তারা যেন কোনো ধরনের ভায়োলেন্স সৃষ্টি না করেন। ভায়োলেন্স করে যেন কেউ আইন নিজের হাতে তুলে না নেযন।
নতুন সময়/এআর