ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


ওপেনিংটাই দারুণ শুরু টাইগারদের


৮ নভেম্বর ২০১৯ ০৭:০৭

থমবারের মতো ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। রাজকোটে এমনই গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দুই ওপেনার নাইম শেখ আর লিটন দাস শুরুটাও করেছেন দারুণ।

দেখেশুনে খেলছেন তারা, বাজে বলকে সীমানার বাইরে পাঠাতেও দ্বিধা করছেন। ফলে বাংলাদেশের ওপেনিং জুটিকে এখন পর্যন্ত বিপদে ফেলতে পারেননি ভারতীয় বোলাররা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪১ রান। নাইম ২৬ আর লিটন ১৫ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম।

ভারতীয় একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, রিশাভ পান্ত, শিভাম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, ইয়ুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।