প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা

ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী নাইমুল আবরারকে অবহেলাজনিত হত্যার অভিযোগে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ কিশোর আলো অনুষ্ঠানের আয়োজক কমিটিকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন নিহত আবরারের বাবা মজিবুর রহমান।
উল্লেখ্য, এর আগে আবরারের মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রথম আলোর প্রকাশক, সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক বরাবর আইনি নোটিশ পাঠানো হয়। এছাড়া মোহাম্মদপুর থানা পুলিশ কিশোর আলোর সম্পাদক আনিসুল হককে আবরারের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদ করেছে।