ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


ভাইরাল হওয়া সেই তরুণীকে অভিনন্দন জানালেন ইশরাক


১৫ ফেব্রুয়ারি ২০২০ ০২:২৯

ভাইরাল হওয়া সেই তরুণীকে ফুল দিয়ে অভিনন্দন জানালেন ইশরাক প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, ১৪ ফেব্রুয়ারি ২০২০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে ভোট দিতে গিয়ে সরকারদলীয় প্রার্থীর সমর্থকদের বাধার সম্মুখীন হয়েছিলেন এক তরুণী। ভোট দিতে না পারলেও তিনি কেন্দ্রের সামনেই এ ঘটনার প্রতিবাদ করেন। ক্যামেরার সামনে কথা বলেন। তার এ প্রতিবাদের ভিডিওচিত্র মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সংবাদমাধ্যমে খবরের শিরোনাম হন তিনি। তাৎক্ষণিকভাবে ওই তরুণীর পরিচয় শনাক্ত করা না গেলেও পরে জানা যায় তার নাম মৌ সামারা। রাজধানীর গোপীবাগের মেয়ে তিনি।

ওই তরুণীকে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দিত করা হয়েছে। এ সময় ঢাকা দক্ষিণে দলটির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। নিজের ফেসবুক পেজে সেই ছবি দিয়ে একটি ছোট পোস্ট করেছেন ঢাকার সাবেক মেয়রপুত্র। তিনি লিখেছেন- ‘সিটি নির্বাচনের দিন ব্রাদার্স ক্লাব সেন্টারে ভোট দিতে চেষ্টা করার সময় স্থানীয় কাউন্সিলর প্রার্থীর গুন্ডাবাহিনীর বাধাদানের বিরুদ্ধে প্রতিবাদ করা গোপীবাগের সাহসী মেয়ে মৌ সামারাকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই।’