ঢাকা মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪৫ আহত অর্ধশতাধিক


২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫১

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৬ আহত অর্ধশতাধিক

রাজধানীর চকবাজারে একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজার চুরিহাট্টা এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৩৭টির ইউনিটের মোট ২০০ জন কর্মী কাজ করছে

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দগ্ধসহ আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিহতের সংখ্যার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান।

তিনি জানান, ৪৫টি মরদেহ উদ্ধার হয়েছে। সবগুলোই যে ভবন থেকে আগুন ছড়িয়েছে, সেই ভবনের নিচতলার দোকানে ছিল। আশঙ্কা করছি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মরদেহগুলো অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দগ্ধ ও আহতদের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।