ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


নায়ক ফারুক আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী


৮ ডিসেম্বর ২০১৮ ০১:২১

ফাইল ফটো

চিত্রনায়ক ফারুক অবশেষে ঢাকা- ১৭ আসনের প্রার্থী ।

এর মাধ্য দিয়ে অবসান ঘটলো এই আসনের সকল আশঙ্কার।

আ’লীগ থেকে আগামী নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।

আজ সকালে দলের পক্ষে নানক সাহেব ও ওবায়দুল কাদের(আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) আমাকে ফোন দিয়ে ঢাকা-১৭ আসনে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করলেন বলে জানান ফারুক।

পার্টি অফিস থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করতে বলা হয়েছে তাকে।

ঢাকার গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের কিছু অংশ নিয়েই ঢাকা-১৭ আসন গঠিত।

এবার জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসন থেকে নায়ক ফারুক আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

কিন্তু দলের পক্ষে তাকে ঢাকা-১৭ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে যৌথভাবে লড়াইয়ের টিকেট দিলেন।

এই আসনে প্রথমে ফারুককে দলীয় মনোনয়ন দিলেও পরে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদেরকে মনোনয়ন দেয়া হয়।

এই আসন থেকেও শেষ পর্যন্ত তার মনোনয়ন না পাওয়ার আশঙ্কা করছিলেন কেউ কেউ।

তৈরি হয়েছিল বিভিন্ন জটিলতা।

তবে সব আশঙ্কা দূর করে অবশেষে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে লড়াইয়ের চূড়ান্ত মনোয়ন পেলেন ফারুক।

ফারুক বলেন,নেত্রী আমার ওপর আস্থা রাখবেন আমি জানতাম।

আমার বিশ্বাস সত্য হলো।

ওই আসন থেকে ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

২০১৪ সালে নির্বাচনে জয় পেয়েছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ।