ঢাকা শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫, ১লা অগ্রহায়ণ ১৪৩২


প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালো বিএনপি


১৪ নভেম্বর ২০২৫ ০৭:৫১

সংগৃহীত

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের ঘোষণা পুনর্ব্যক্ত করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

 

সেখানে বলা হয়, আজ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয়ায় বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সভা তাকে ধন্যবাদ জানায়।

 

একই সাথে সভায় গত ১৭ অক্টোবর ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।