ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

শেষ হলো বইমেলা, বই প্রকাশে রেকর্ড


৩ মার্চ ২০১৯ ২৩:৪৮

ফাইল ছবি

গতকাল শনিবার শেষ হয়েছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা-২০১৯। বইমেলার ইতিহাসে এবার রেকর্ড গড়েছে ২০১৯ সালের অমর একুশে বইমেলা। এবারের বইমেলায় এবারে ৪ হাজার ৮৩৪টি নতুন বই প্রকাশিত হয়েছে। গত বছর নতুন বই প্রকাশিত হয়েছিল ৪ হাজার ৫৯১টি। বাংলা একাডেমি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশক ও বাংলা একাডেমির বিক্রি মিলিয়ে এবার মোট ৭৯ কোটি ৭০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমি বিক্রি করে ২ কোটি ১৫ লাখ টাকার বই, আর প্রকাশকরা বিক্রি করেন ৭৭ কোটি ৫৫ লাখ টাকার বই। গতবার বাংলা একাডেমি বিক্রি করে ১ কোটি ৬৫ লাখ টাকার বই। গতবারের তুলনায় বাংলা একাডেমি ৫০ লাখ টাকার বই বেশি বিক্রি করেছে।

অন্যদিকে, গতবারের তুলনায় এবারের মেলায় প্রকাশকরা ৭ কোটি ৫ লাখ টাকার বই বেশি বিক্রি করেছেন।  এবারের মেলায় নতুন বই আসে মোট ৪ হাজার ৮৩৪টি। এর মধ্যে ১ হাজার ১৫১টিকে মানসম্পন্ন বই হিসেবে ধরা হয়েছে।

বিষয়ভিত্তিক বইগুলোর মধ্যে রয়েছে গল্প ৭৫৭টি, উপন্যাস ৬৯৮টি, প্রবন্ধ ২৭২টি, কবিতা ১৬০৮টি, গবেষণা ৮০টি, ছড়া ১৪৮টি, শিশুতোষ ১৫০টি, জীবনী ১৬৭টি, রচনাবলি ১৫টি, মুক্তিযুদ্ধ ১১০টি, নাটক ৪৩টি, বিজ্ঞান ৭৭টি, ভ্রমণ ৮৫টি, ইতিহাস ৭৭টি, রাজনীতি ৩৩, রম্য/ধাঁধা ৩৭টি, কম্পিউটার ৫টি, রম্য/ধাঁধা ২৮টি, ধর্মীয় ২৫টি, অনুবাদ ৩৮টি, অভিধান ৬টি, সায়েন্স ফিকশন ৪৫ এবং অন্যান্য ৩৩০টি। গতবারের মেলায় নতুন বই এসেছিল ৪ হাজার ৫৯১টি।

গতবারের তুলনায় এবার ২৪৩টি বই বেশি প্রকাশিত হয়েছে। এবারও প্রকাশনার দিকে এগিয়েছিল কবিতার বই। আর ২৭তম দিন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে ৮২০টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ৭৭০টি স্টল নিয়ে এবারের মেলায় ৪৯৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়।