ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


২২ বছরের পুরনো মামলা পিছু ছাড়ছেনা কারিশমাকে


২১ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৩৫

ফাইল ফটো

অভিনেত্রী কারিশমা কাপুর ১৯৯৭ সালে সানি দেওল ভারতের আজমীর জেলার ফুলেরার কাছে সংবর্দা গ্রামে ‘বজরঙ’ সিনেমার শুটিং করছিলেন। তখন একবার ট্রেনের শেকল টানার কারনে চটেছিলেন রেলওয়ে কর্তৃপক্ষ। এঘটনায় সিনেমার কলা-কুশলীদের নামে মামলা ঠুকে দেন তারা।

সানি দেওল ও কারিশমার আইনজীবী জানান, ২০০৯ সালে প্রথম এই অভিযোগের শুনানি হয়। ২০১০’র এপ্রিলে তারা সেশন কোর্টে অভিযোগকে চ্যালেঞ্জ করেন। সেশন কোর্ট তাদেরকে অভিযোগ থেকে নিষ্কৃতি দেয়। কিন্তু ১৭ সেপ্টেম্বরে রেলওয়ে আদালত আবারও এই দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ২৪ সেপ্টেম্বর অভিযোগটির শুনানি হবে।

অপরাধে ২২ বছর পরও মামলার ভূত পেছন ছাড়েনি তাদের। জানা যায়, শুটিংয়ের সময় ট্রেনের শেকল টানার কারণে উক্ত ট্রেনটি যাত্রাপথে ২৫ মিনিট পিছিয়ে পড়ে। সানি দেওল ও কারিশমা কাপুরসহ সিনেমা সংশ্লিষ্ট আরও কয়েকজন রয়েছেন এই মামলায় অভিযুক্তদের তালিকায়।