ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি'র যুক্তরাজ্যে কমিটি গঠন, সভাপতি আশিক-সাধারণ সম্পাদক রতন


১৫ জুন ২০১৯ ০৫:৪৬

মানবাধিকার সংগঠন ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির কার্যক্রম এখন দেশের সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্বব্যাপী এই সংগঠনের কার্যক্রমকে ছড়িয়ে দিতে যুক্তরাজ্যে গঠন করা হয়েছে কমিটি।

আশিকুল ইসলাম আশিক-কে সভাপতি ও নূরে আলম মোল্লা রতন-কে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

১৩ জুন (বৃহস্পতিবার) সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা সাক্ষরিত এক পত্রে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এ কমিটির বাকিরা হলেন, সহ সভাপতি কবির উদ্দিন হায়দার ও লাভলু লস্কর, সহ-সাধারণ সম্পাদক শরিফ উল্লাহ তালুকদার, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক কায়েস আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক দিলবর আলি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গুলজার হোসেন, আইন ও মহিলা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কানিজ ফাতেমা কান্তা ও দপ্তর সম্পাদক আলী বশর।