ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


লন্ডনে হৃদরোগের কারণ ও প্রতিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


২০ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪৯

চ্যারিটি সংস্থা হেল্প ফর চেইন্জের উদ্যোগে ‘হৃদরোগের কারন ও প্রতিকার ‘শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।গতকাল পূর্ব লণ্ডণের বেথনাল গ্রীন নর্থ এলাকার একটি হলে বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও হেল্প ফর চেন্জের সিও আব্দুল আউয়ালের পরিচালায় অনুষ্ঠিত সেমিনারে আলোচনা পেশ করেন ডা: জাফর সাদিক ও ডা: শাহ জালাল সরকার।

অতিথি আলোচকরা প্রজেক্টরের মাধ্যমে হৃদরোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।তারা বলেন,বৃটেনে হার্ট এ্যাটাকের সংখ্যা শতকরা ৪৮ ভাগ।বাংলাদেশী কমিউনিটিতে এ রোগের সংখ্যা দিন দিন বেড়েই চলছে এবং হাজার হাজার যুবক-যুবতী ও কম বয়সী লোক মারা যাচ্ছেন।এদেশে ৭.৬ মিলিয়ন লোক হৃদরোগে ভূগছেন।প্রতি বছর ৭ হাজার লোক প্রিমেচিউর অবস্থায় মারা যায়।এ রোগ থেকে বাঁচতে সচেতনতা সৃষ্টি করত হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডাক্তার আবু তাহের আল বাহার,কাউন্সিলন ব্যারিস্টার মোস্তাক আহমদ, এডভোকেট শিব্বির আহমেদ তালুকদার,জেবুন্নাহার জেবু,ট্রাষ্টি ফারহানা রহমান প্রমূখ।সভায় আগতরা এধরণের আরো সেমিনার করার আহবান জানালে আয়োজকরা নভেম্বর মাসে আরো একটি সেমিনার করার আশ্বাস প্রদান করেন।