ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


টেক্সাসে একই পরিবারের ৬ বাংলাদেশির মরদেহ উদ্ধার


৬ এপ্রিল ২০২১ ১৬:১৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের উপকণ্ঠের একটি বাড়ি থেকে একই পরিবারের ৬ বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ এপ্রিল) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পরিবারের ছয় সদস্যের মধ্যে দুই ভাই অন্য চার সদস্যকে হত্যা করেন এবং তারপর নিজেরা আত্মহত্যা করেন।

নিহতরা হলেন, ১৯ বছর বয়সী যমজ ভাই ফারহান ও ফারবিন তৌহিদ, বড় ভাই তানভির, বাবা-মা ইরেন ও তৌহিদুল ইসলাম ও তাদের নানি।

পারিবারিক সূত্র ধরে স্থানীয় পুলিশ জানায়, এ ঘটনার জন্য দায়ী পরিবারের সর্বকনিষ্ঠ দুই ভাই। পরিবারের বাকিদের মেরে ফেলার পর আত্মহত্যা করে ফারহান ও ফারবিন। দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তারা। ঘটনার আগে ইনস্টাগ্রামে দীর্ঘ সুইসাইড নোট পোস্ট করেছে ফারহান। নবম শ্রেণি থেকে হতাশা আর বিষণ্নতার বিরুদ্ধে লড়াই করছে বলে জানায় সে।