ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ২ বাংলাদেশি নিহত


১৮ অক্টোবর ২০১৯ ২৩:৩৫

ছবি সংগৃহিত

সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে দুই প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা হলেন বেলাল হোসেন (৩২) ও আব্দুল কুদ্দুস (৩৫)। বুধবার (১৬ অক্টোবর) দেশটির আফিফ বাদশাহ আব্দুল্লাহ আজিজ সড়কে কাভার্ডভ্যানের চাপায় তাদের মৃত্যু হয়।

জানা যায়, মোটরসাইকেলযোগে কাজে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত বেলাল হোসেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাহাদীর গো মসজিদ সংলগ্ন বেচু দরবেশের ছেলে ও আব্দুল কুদ্দুস একই ইউনিয়নের নুরুল হকের ছেলে।

তাদের মৃত্যুর সংবাদে পরিবারসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।