ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


জিএসএসপিসি ও ইন্টারটেকের সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে


২ ডিসেম্বর ২০১৮ ০০:৪৫

ছবি-নতুন সময়

 

গ্লোবাল সোসাইটি ফর সাপ্লাই চেইন প্রফেশনাল (জিএসসিসিপি) , বাংলাদেশ ভিত্তিক সাপ্লাই চেইন পেশাদারী সংগঠন। এটি দেশের বিভিন্ন সংস্থায় কর্মরত সাপ্লাই চেইন পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ প্রদান, পারস্পরিক সহযোগিতা প্রদান ও পেশাজীবিদের মাঝে নেটওয়ার্কিং তৈরির লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ২৫০ এর অধিক দেশিয়ও বহুজাতিক প্রতিষ্ঠানের ৫০০ প্রতিনিধি এতে প্রতিনিধিত্ব করছে, যারা সাপ্লাই চেইন ম্যনেজমেন্ট এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপুর্ণ অবদান রাখতে চায়। অপরদিকে ইন্টারটেক বিশ্বব্যাপী শিল্পে ব্যবহৃত কাচামাল ও পণ্যের গুণগত মান নিশিচতকরণ, টেস্টিং ও সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান। সারা বিশ্বে ১০০ টির ও বেশি দেশে এবং ১০০০ এর অধিক অত্যাধুনিক যন্ত্রপাতি ও টেকনোলজি সমৃদ্ধ ল্যাবরেটরীর মাধ্যামে তারা গ্রাহকদের সেবা প্রদান করে থাকে।

সম্প্রতি তেজগাওস্থ ইন্টারটেক এর কর্পোরেট কার্য্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশ ও গ্লোবাল সোসাইটি ফর সাপ্লাই চেইন প্রফেশনাল (জিএসএসসিপি) এর মধ্যে এক সমঝোতা চুক্তি সম্পাদিত হয়। এতে ইন্টারটেক বাংলাদেশ তাদের পরিচালিত বিভিন্ন সফট স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলোতে জিএসএসসিপি সদস্যদেরকে কোর্স ফি থেকে ২০% ডিসকাউন্ট দেওয়ার বিষয়টি চুড়ান্ত করেন। পাশাপাশি সাপ্লাই চেইন পেশাজীবিদের দক্ষতা ও মানোন্নয়নে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। গ্লোবাল সোসাইট ফর সাপ্লাই চেইন এর জেনারেল সেক্রেটারি মনিকান্ত হাওলাদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে। ‘বিজ্ঞপ্তি’