ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

বাইক ও টাকা চুরির অভিযোগে প্রাইভেট কার চালক গ্রেফতার


১৫ মার্চ ২০২৩ ২০:৩১

সংগৃহিত

বাইক ও টাকা চুরির অভিযোগে প্রাইভেট কার চালককে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম কাইয়ুম খান। তার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর থানার পশ্চিম বাদুড়তলা। সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, কাইয়ুম খান রামপুরা খানাধীন মালিবাগ চৌধুরীপাড়া এলাকার আব্দুল শহিদ কাজলের গাড়ি চালক ছিলো। প্রায় ৮ বছর সে তার প্রাইভেট গাড়ি চালিয়ে আসছিল।

অতিসম্প্রতি সে অন্য জায়গায় চাকরি নেয়। কিন্তু চাকরি নিলেও কাইয়ুম খান মামলার বাদি কাজলের বাসায় থাকতো। গত ৯ মার্চ সে বাসা থেকে ১০ লাখ টাকা ও একটি স্ক্রুটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে কাজলের অভিযোগের ভিত্তিতে তাকে রামপুরা এলাকা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মামলার বাদি কাজল জানান, আমি তাকে গত ৮ বছর ধরে দেখাশুনা করি। আমার গাড়িও চালায়। কিন্তু সে এমনভাবে আমার ক্ষতি করবে আমি ভাবিনি। আমার বাসা থেকে নগদ টাকা ও স্ক্রুটি নিয়ে চলে যায়। আমি অনেকবার তার সাথে যোগাযোগেরও চেষ্টা করেছি কিন্তু সে আমার সাথে কোন যোগাযোগই করেনি। এ কারণে বাধ্য হয়ে থানায় মামলা করেছি। মামলার পর পুলিশ তাকে গ্রেফতারও করেছে।