ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


শেরপুরে বৈদেশিক কর্মসংস্থানের সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


১২ জুন ২০১৯ ২১:২৩

নতুনসময় ছবি

“জেন, বুঝে বিদেশ যাই, অর্থ, সম্মান দুটোই পাই” এ প্রতিপাদ্য সামনে রেখে ১১ জুন মঙ্গলবার সকাল ১০টায় শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় শেরপুর জেলা প্রশাসন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয় অর্থায়নে ও তত্বাবধানে, যৌথ আয়োজনে এক প্রচারণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

“বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচারণামূলক অনুষ্ঠিত সেমিনার জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, পরিচালক (অর্থ ও কল্যাণ) মোঃ শফিকুল ইসলাম।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়েল আহমেদ।
সেমিনার শেষে তিনটি গ্রæপে সুপারিশ মালা কমিটি গঠন করা হয়।

এতে বিভিন্ন বিষয়ে সুপারিশমালায় “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক করণীয় বিষয় তুলে ধরা হয়।

এসময় সুপারিশ মালা উপস্থাপন ও পাঠ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন ও সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়।’

নতুনসময়/আল-এম