ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


বাংলাদেশ ব্যাংকের স্টাফ কোয়ার্টারে কোটি টাকার তক্ষক


১৪ মে ২০১৯ ০৩:২৭

বগুড়ায় কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন ‘তীর’ এর সদস্যরা। সোমবার (১৩ মে) সকালে বাংলাদেশ ব্যাংক বগুড়ার স্টাফ কোয়ার্টারে টিকটিকির মতো দেখতে আকারে বড় একটি প্রাণী দেখা যায়।

পরে ব্যাংকটির ডেপুটি ডিরেক্টর মাহাবুব উদ্দিনের মাধ্যমে খবর পেয়ে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ এর সভাপতি মোঃ আরাফাত রহমান সামাজিক বন বিভাগ বগুড়া এর মাধ্যমে প্রাণীটি উদ্ধার করেন।

পরে জানা যায়, উদ্ধারকৃত প্রাণিটির নাম তক্ষক। ইহা শান্ত স্বভাবের নির্বিষ প্রাণি। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যাপক চোরাচালানের কারণে প্রাণিটির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। তক্ষক ক্যান্সার রোগের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়।

এছাড়া এর চামড়া মূল্যবান প্রসাধনী হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্যমতে বর্তমান বাজারে একটি তক্ষকের মূল্য প্রায় কোটি টাকা।

এ সময় ফরেস্টার তোফাজ্জল হোসেন তক্ষকটি গ্রহণ করে ডিএফও সুবেদার ইসলামের কাছে হস্তান্তর করেন।

এ সময় পরিবেশবাদী সংগঠন তীর এর সহ-প্রচার সম্পাদক রিফাত হোসেন এবং সামাজিক বন বিভাগ বগুড়া এর ফরেস্টার তোফাজ্জল হোসেন, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাণিটি অবমুক্ত করতে সামাজিক বন বিভাগ বগুড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

 

নতুনসময়/আইকে