ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৬ স্বর্ণের বারসহ যাত্রী গ্রেফতার


১৮ মার্চ ২০২৩ ০৩:৩৩

ভারতে পাচারের চেষ্টাকালে সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে ৬০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ শুভংকর কুমার পাল (২৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে গ্রেফতার করেছে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা।

আজ শুক্রবার দুপুরে ভোমরা শুল্ক স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুভংকর নড়াইল জেলার কালিয়া থানার মাওলি গ্রামের বিকাশ কুমার পালের ছেলে।

ভোমরা শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা ভোমরা শুল্ক স্টেশন এলাকায় অভিযান চালিয়ে শুভংকরকে গ্রেফতার করে। তখন তার দেহ তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের মূল্য প্রায় ৪৬ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমে প্রবেশের পূর্বমুহূর্তে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ভোমরা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক মাজরিহা হোসাইন।

আইকে