ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


গাইবান্ধা শহর ৪ লেনে জমির মালিকদের ক্ষতিপূরণ


২৬ জানুয়ারী ২০২০ ১০:০১

ছবি সংগৃহীত

শহরের রেলগেট হতে পুরাতন বাজার পর্যন্ত ৪ লেনে উন্নীত করনের লক্ষে অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে এল,এ চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসন এর অায়োজনে শনিবার বিকেলে জেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদ এর হুইপ ও গাইবান্ধা সদর-২ আসন এর সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।
জেলা প্রশাসক মো: অাব্দুল মতিন এর সভাপতিত্বে ও গাইবান্ধা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহবুব হাসান এর সঞ্চালনায় অারো বক্তব্য রাখেন, গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: অালমগীর কবির, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: অাসাদুজ্জামান, গাইবান্ধা পৌর সভার মেয়র এ্যাড: শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সিভিল সার্জন ডা: এবি,এম অাবু হানিফ, গাইবান্ধা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবুল হোসেন। অালোচনা শেষে প্রধান অতিথি হুইপ মাহাবুব আরা বেগম গিণি এমপি অধিগ্রহণকৃত ২৯ জন জমির মালিকদের মোট: ১৩ কোটি ৯০ লাখ ৫৪ হাজার ৩শ ৯৯/৪ টাকার চেক বিতরন করেন। এর মদ্ধে অধিগ্রহণকৃত জমির পরিমান ২১ হাজার ৫শ৫০ একর। ৮৮ জনকে ক্ষতিপূরণকৃত জমির পরিমান বাবদ : ৭৮ কোটি ৭৪ লক্ষ ৭৩ হাজার ৩শ ৫৪/ ৭০ টাকার নোটিশ প্রদান করেন।
৫ জন ব্যাক্তিকে গাছপালার জন্য ১ লক্ষ ২৬ হাজার টাকার জন্য নোটিশ প্রদান করেন। ৪শ ৩৭ জন ব্যাবসায়ীকে ৫২ লক্ষ ২৪ হাজার ৬ শ ৯২ টাকার নোটিশ প্রদান করেন।