ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


এডিপির অর্থায়নে মানিকগঞ্জে কৃষক দের মাঝে বিনামূল্যে বীজধান বিতরণ


৩ ডিসেম্বর ২০১৯ ০৮:২৬

ছবি সংগৃহীত

বর্তমান সরকার কৃষি খাতের উন্নয়ন এর জন্য প্রতি বছর বিশেষ বরাদ্দ দিয়ে থাকেন। বর্তমানে সারাদেশে কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজধান বিতরণ করা হচ্ছে ।

গতকাল সোমবার (২ ডিসেম্বর) সকালে এডিপির অর্থায়নে মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক দের মাঝে বিনামূল্যে বীজধান বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. আবদুল মুঈদ।

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ আহাম্মেদ আলী চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হাবিবুর রহমান চৌধুরী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দিন মাহমুদ প্রমুখ।

এ সময় সদর উপজেলার ৪ শতাধিক কৃষকের মাঝে ৫ কেজি করে উন্নত জাতের বীজধান (ব্রিধান ৮১, ৮৯) বিতরণ করা হয়।