ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


এবার ঘুষের টাকাসহ সহকারী রাজস্ব কর্মকর্তা আটক


২৩ অক্টোবর ২০১৯ ০৪:১৯

ঘুষের টাকাসহ টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল্লা আল মারুফকে আটক করেছে দুদক। এসময় ঘুষের ১৫ হাজার টাকা উদ্ধার করা হয় তার কাছ থেকে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করে। দূর্নীতি দমন কমিশন।

টাঙ্গাইলের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, তাদের কাছে অভিযোগ ছিল নতুন ভ্যাট আইনের আওতায় ১৩ ডিজিটের ভ্যাট রেজিস্ট্রেশন করার জন্য ঘুষ দাবি করছে ভ্যাট কর্মকর্তা। এই খবরের ভিত্তিতে তারা টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে অভিযান পরিচালনা করেন। এসময় ঘুষের ১৫ হাজার টাকাসহ রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল্লা আল মারুফকে আটক করে তারা। তিনি আরও বলেন এ বিষয়ে দুদকের আইনে মামলা দায়ের করা হবে। যদি এর সাথে কেউ আরো কেউ জড়িত থাকে তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

নতুনসময়/আইকে