ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


৭ দিনের সরকারি সফরে শনিবার গাইবান্ধায় আসছেন হুইপ গিনি


১৩ জুলাই ২০১৯ ০৪:৪৪

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি আগামী ১৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত সাতদিনের সরকারি সফরে গাইবান্ধায় আসছেন। তিনি ১৩ জুলাই শনিবার বিকেলে সড়ক পথে গাইবান্ধার উদ্দেশ্যে যাত্রা করবেন। ওইদিন রাতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জোদ্দকড়িসিং গ্রামের বাড়িতে পৌছাবেন। জাতীয় সংসদের মাননীয় হুইপ মাহাবুব আরা বেগম গিনির দপ্তর থেকে পাঠানো এ সফরসূচির বিষয়ে এ তথ্য জানানো হয়।
গাইবান্ধায় অবস্থানকালিন সময়ে হুইপ গিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছেন হুইপের একান্ত সহকারি সচিব শাহ মো. সবুর হোসেন বিদ্যুৎ।

১৪ জুলাই রবিবার সকাল ১০টায় গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ইন্দ্রারপাড় এলাকায় অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতি) প্রকল্প এর আওতায় পুলবন্দি বাজার-রামচন্দ্রপুর ইউপি অফিস,বোয়ালী ইউপি অফিস এবং গুনিরজান ব্রীজ পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।সকাল সাড়ে ১০টায় গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী বাজার এলাকায় ফুলবাড়ি-বাদিয়াখালী হাট পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ফলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট চারতলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।

১৫ জুলাই সোমবার সকাল ১০টায় গাইবান্ধা সদর উপজেলার শাপলা ধানকল এলাকায় রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় শাপলা ধানকল-সওজ সাদুল্যাপুর পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুইপ গিনি। সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুরে সওজ সাদুল্যাপুর-পৌরসভার সীমানা পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।সকাল ১১টায় সদর উপজেলার তুলসীঘাট হেলিপ্যাড এলাকায় কোমরপুর হেলিপ্যাড-তুলসীঘাট কলেজ পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।

মাহাবুব আরা বেগম গিনি ১৬ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্ট ২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকাল ১১টায় সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের প্রামানিক পাড়ায় রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় রূপার বাজার-ইচলীঘাট ভায়া প্রামানিক পাড়া পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন অফিস সংলগ্ন অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতি) প্রকল্প এর আওতায় রূপার বাজার-ইচলীঘাট ভায়া প্রামানিক পাড়া পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।

১৭ জুলাই বুধবার সকাল ১১টায় সদর উপজেলার গিদারী ইউনিয়নের দড়িচক এলাকায় রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় রেজিয়া মার্কেট উত্তর গিদারী-দড়িচক পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার কিশামত মালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মালিবাড়ি ইউপি অফিস-ঝাড়বাড়ি দারিয়াপুর কামারজানি পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা এলাকায় বালাআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্দ্ধমূখী সম্প্রসারণ ভবনের শুভ উদ্বোধন করবেন।

১৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় মৎস সপ্তাহ -২০১৯ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকাল ৩টায় গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯’ এর সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

১৯ জুলাই শুক্রবার সকালে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জোদ্দকড়িসিং গ্রামের বাসভবন থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি।