ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


জায়ান্ট কিলার রাজশাহী ব্যাট করছে কুমিল্লার বিপক্ষে


২২ জানুয়ারী ২০১৯ ০০:৫৭

ফাইল ফটো

সিলেটে দ্বিতীয় পর্ব শেষে আজ সোমবার আবার মিরপুরে প্রাণ ফিরছে বিপিএল দিয়ে। তৃতীয় পর্বের প্রথম ম্যাচেই মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রাজশাহী কিংস।

চলতি বিপিএলে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের মতো সাবেক চ্যাম্পিয়ন দলকে হারিয়ে ‘জায়ান্ট কিলার’ হিসেবে পরিচিতি পেয়েছে তুলনামূলক কম বাজেটের দল রাজশাহী।

এদিকে টস জিতে বোলিং নিয়েছেন ভিক্টোরিয়ানস অধিনায়ক ইমরুল কায়েস। ৬ ম্যাচে ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে তামিম ইকবাল-শহিদ আফ্রিদির কুমিল্লা।

অপরদিকে সমান ম্যাচে ৩ জয়ে টেবিলের চার নম্বার জায়গাটি মেহেদি মিরাজ-মুস্তাফিজুর রহমানদের রাজশাহী।

সেকুগে প্রসন্ন ও  ইসুরু উদানার বদলে কায়েস আহমেদ ও লরি ইভানসকে রাজশাহী দলে ভেড়ানো হয়েছে। অন্যদিকে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামছে কুমিল্লা।

রাজশাহী কিংস একাদশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফিস, ক্রিস্টিয়ান জংকার, জাকির হাসান, লরি ইভানস, রায়ান টেন ডেসকাটে, কায়েস আহমেদ, ইসুরু উদানা, রায়ান টেন ডেসকাটে, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান।

কুমিল্লা ভিক্টোরিয়ানস

তামিম ইকবাল, লিয়াম ডসন, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস (অধিনায়ক), থিসারা পেরারা, শহিদ আফ্রিদি, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ, আবু হায়দার রনি ও মোহাম্মদ শহিদ।

/এ আই