ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


মাশরাফির তোপে কোনঠাসা ওয়েস্ট ইন্ডিজ


১০ ডিসেম্বর ২০১৮ ০৩:৩০

ছবি সংগৃহিত

রানের চাকা যেমন ঘুরছিল না তেমনি সাজ ঘরে ফেরার মিছিল ছিল দ্রুত।

বাংলাদেশর বোলিং তোপে কোনঠাসা অতিথিরা।

জ্বলে উঠেছেন মাশরাফি । তিনি এ পর্যন্ত  ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট তুলে নিয়েছেন।

১২৭ রানেই সাজ ঘরে ফিরেছে ৬ উইকেট।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ।

মাশারফিদের টাইট বোলিং এ শুরুতেই ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

দলীয় ২৯ রানে সাকিব উইকেট তুলে অতিথিদের চেপে ধরেন।

তারপর মাশরাফি ৩ উইকেট ও মিরাজ এবং রুবেল ১ উইকেট নিয়ে সেই চাপকে পরিণত করে কোন ঠাসা অবস্থায়।

মিরপুরের এই তিন নম্বর পিজে সর্বনিম্ন রান ছিল ৫৮ এবং সর্বচ্চো রান ছিল ৩৪০।

এই পিজে ২৫০ রানই দারুণ লড়াকু স্কোর।

মাশরাফি এদিন ২০০ তম একদিনের ম্যাচে মাঠে নামছেন সেই সাথে সাকিব ২৫০ উইকেট তোলার লক্ষ্য নিয়ে মাঠে নামেন।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কিয়েরন পাওয়েল, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমেয়ার, রোভমেন পাওয়েল (অধিনায়ক), রস্টন চেজ, কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ওশেন থমাস।