ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

ফেসবুক নিয়ে বসছে ইসি


২৫ নভেম্বর ২০১৮ ০৪:৪০

আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ও মোবাইল ফোনের ব্যবহার নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৬ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশনে এ বৈঠক হবে। কমিশন সচিবালয়ের সিনিয়র মেইন্টেইন ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

৩০ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হলে আনুষ্ঠানিক প্রচারে যেতে পারবেন প্রার্থীরা। আইন অনুযায়ী তার আগে ভোটের প্রচারের সুযোগ নেই। তবে সামাজিক মাধ্যম, বিশেষ করে ফেসবুককে নানাভাবে নির্বাচনী প্রচারে লাগানো হচ্ছে।

আওয়ামী লীগ ও বিএনপিপন্থীদের পাশাপাশি দুই দলের কেন্দ্রীয় নেতা এবং সম্ভাব্য প্রার্থীরাও অনলাইনে সক্রিয়। তারা নানাভাবে ভোট চাইছেন। আবার নানা ভুয়া আইডি খুলে গুজবও ছড়ানো হচ্ছে। এসব বিষয়েই আলোচনা হবে বৈঠকে।

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে নাগরিক সমাজের কেউ কেউ অনলাইনে নির্বাচনী প্রচার নিযন্ত্রণের প্রস্তাব দিয়েছিলেন।
বৈঠকে সব মোবাইল অপারেটর, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি, এটিএমসির ঊর্র্ধ্বতন কর্মকর্তাকে থাকার জন্য বলা হয়েছে।

কমিশনের সিনিয়র মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন জানান, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বিটিআরসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), টেলিটক বাংলাদেশ, গ্রামীণফোন, বাংলালিংক ও রবির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক করবেন।

চিঠিতে আরো বলা হয়, নির্বাচনকালীন দেশব্যাপী মোবাইল ফোনের নিরবিচ্ছিন্ন সেবা প্রয়োজন। এছাড়া ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। আর এসব বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলুলুদ্দীন আহমদের সভাপতিত্বে কমিশন সচিবালয়ের হলরুমে ২৬ নভেম্বর বিকাল তিনটায় সভা হবে।

এমএ