ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


তারেকের ডবল ফাঁসি চান বাবর


১২ অক্টোবর ২০১৮ ০৫:১২

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের কনডেম সেলে নেওয়া হয়েছে। আদালত থেকে আসামিদের সোজা কাশিমপুর নেওয়া হয়। মৃত্যুদণ্ড প্রাপ্ত অন্যরা তেমন প্রতিক্রিয়া না দেখালেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দেখিয়েছেন চরম প্রতিক্রিয়া।

আদালত থেকে নেওয়ার সময় তিনি রায়ের প্রতিবাদে বলেন, ‘আল্লাহ সহ্য করবে না।’ কারাগারে তিনি চিৎকার করে কাঁদতে থাকেন। অন্য কারাবন্দিরা তাকে সান্তনা দেয়ার চেষ্টা করেছিলেন। এ সময় বাবর বলেন, ‘আমার যদি ফাঁসির দণ্ড হয় তাহলে তো তারেক সাহেবের ডবল ফাঁসি হওয়া উচিৎ।’

বাবর প্রথমে কনডেম সেলে যেতে অস্বীকৃতি জানালেও পরে তাকে বুঝিয়ে নেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কারাবিধান অনুযায়ী আলাদা রাখা হয়। এটাকে কনডেম সেল বলে।

সূত্র: বাংলা ইনসাইডার