ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


বিএনপি নেতা দুলু গ্রেপ্তার


১২ ডিসেম্বর ২০১৮ ২৩:৩০

ফাইল ফটো

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ঢাকার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ।

বিএনপি’র এই নেতা এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরাতে আপিল বিভাগে আইনি লড়াইয়ে আছেন।

“শেরেবাংলা নগর থানার একটি মামলায় উনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে”বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।

আজ বেলা ১১টায় গোয়েন্দা পুলিশ যখন দুলুকে তার বাসা থেকে গ্রেপ্তার করেন।

দুলুর সহকারী শামসুল আলম রনি এই বিষয়ে জানান,“ডিবির লোকজন এসে বাসা থেকে উনাকে নিয়ে গেছে, বিস্তারিত কিছু তারা বলেনি।”

বিএনপি’র সাবেক প্রতিমন্ত্রী দুলু আগামী ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে দলের মনোনয়ন পেয়েছেন।

তবে, ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

ইসিতে আপিলেও সেই সিদ্ধান্ত বহাল থাকে।

নির্বাচন কমিশনে আপিল খারিজ হয়ে যাওয়ার পর দুলুর আসনে তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে নির্বাচন কমিশনে তালিকা পাঠায় বিএনপি।

কিন্তু দুলু হাই কোর্টে রিট আবেদন করে প্রার্থিতা ফেরত পান।

হাইকোর্টের একটি বেঞ্চ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে দুলুর মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়।

এর পাশাপাশি তার আসনে দলের কোনো বিকল্প প্রার্থী থাকলে এবং তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলে সেই সুযোগ দিতে বলা হয়।

আবার এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এক আবেদনে মঙ্গলবার চেম্বার আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।