ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


নির্বাচনী প্রচারে টুঙ্গীপাড়ার পথে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা


১২ ডিসেম্বর ২০১৮ ২২:৪৩

ছবি সংগৃহিত

বাংলাদেশের জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে নিজের সংসদীয় আসন থেকে ভোটের প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার পথে রওনা হয়েছেন।

আজ ১২ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে গণভবন থেকে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গাড়িবহর রওনা হয়েছে।

সড়কপথে টুঙ্গীপাড়া থেকে ফেরার সময় নির্বাচনী প্রচারনায় প্রায় একডজন জনসভা ও পথসভা করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।


আজ টুঙ্গীপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ,পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বিকেলে কোটালীপাড়া উপজেলা সদরে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজমাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

ফেরার পথে কর্মসূচির মধ্যে রয়েছে- ফরিদপুর জেলার ভাঙ্গার মোড় এলাকায়, ফরিদপুরের মোড় এলাকায় নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ।

এছাড়া রাজবাড়ী রাস্তার মোড়ে, মানিকগঞ্জ পৌরসভা এলাকায়, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ হাসাপাতাল প্রাঙ্গণে ও সাভার জলেশ্বর ৫নং ওয়ার্ড এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩(টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হাসিনা।

এই আসনে তিনি ছয়বার নির্বাচিত হয়েছেন।

এমএল