ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


আপিলে দ্বিতীয় দিনে বৈধ হলেন যাঁরা


৭ ডিসেম্বর ২০১৮ ২৩:১৩

ছবি সংগৃহিত

৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদেরে আপিল আবেদনের শুনানি দ্বিতীয় দিনের মতো ইসিতে শুরু হয়েছে ।

আজ ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ফের আপিল শুনানি চলছে।

এই প্রক্রিয়া শেষ হবে আগামীকাল শনিবার।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এ আপিল শুনানি শুরু হয় নির্বাচন কমিশনে।

সিরিয়াল নম্বর অনুযায়ী আজ ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত এবং আগামীকাল শনিবার শেষ দিন ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করছেন।

ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বিচারকদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ এই পযন্ত আপিল নিষ্পত্তি শেষে যাঁদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তাঁরা হলেন—

মো. জিয়া উদ্দিন ও আবদুল খালেক (ব্রাহ্মণবাড়িয়া-৬); মুসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া-৪); হাসান মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম- ৮);
আবু আহমেদ হাসনাত (চট্টগ্রাম-৭); মো. গিয়াস উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া-২); মো. আলতাফ হোসাইন (কুমিল্লা-১); খোরশেদ আলম খুশু (চাঁদপুর-৫); মো. মেহেদি হাসান (ব্রাহ্মণবাড়িয়া-৫);

সারা দেশের ৫৪৩টি আপিল আবেদনের প্রথম দিন ১৬০ জনের শুনানি নেওয়া হয়।

এর মধ্যে ৮০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে ৭৬ জনের।

এছাড়া চারজন প্রার্থীর আবেদন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিরা গত ৩ ডিসেম্বর ৮৪টি,৪ ডিসেম্বর ২৩৭টি এবং গত বুধবার শেষ দিনে ২২২টি আবেদন দায়ের করেন ।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

আর ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে প্রার্থী ও তাঁর সমর্থকরা নির্বাচনী এলাকায় নিয়ম মেনে প্রচার-প্রচারণা চালাতে পারবেন।