ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


শীতে রুক্ষ ত্বককে মসৃণ করবে হোমমেড ম্যাজিক সিরাম


১১ নভেম্বর ২০১৮ ১৯:০০

ফাইল ফটো

বর্তমানে শীত এসে দূয়ারে কড়া নাড়ছে। আর শীত মানেই শুষ্ক ত্বক। শীতের জন্য ত্বক মসৃণ ও উজ্জ্বল করতে প্রয়োজন হবে গ্লিসারিন, বডি ওয়েল, ফেস ক্রিম, লোশনের মতো নানা কিছুর। ফলে শীতের দিনে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করতে আমরা ব্যবহার করতে পারি ঘরোয়া পুদ্ধতিতে প্রস্ততকৃত একটি সিরাম।


এখানে দেওয়া থাকল ঘরোয়া উপায়ে ড্রাই স্কিন স্বাভাবিক রাখার সহজ পদ্ধতি।

সিরামটি তৈরি করতে যা যা প্রয়োজনঃ
গ্লিসারিন- ৫ ফোঁটা
গোলাপ জল- ২০ মিলিলিটার
লেবুর রস- একটা আস্ত লেবু


প্রথমে এই তিনটি উপকরণ এক সঙ্গে মিশিয়ে একটি কাচের শিশিতে রেখে দিন। ফ্রিজে রাখলে ভাল হয়। বেশি ভাল ফল চাইলে, এই মিশ্রণের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপস্যুল মিশিয়ে নিতে পারেন।

প্রতিদিন অল্প অল্প করে এই মিশ্রণ মুখে মেখে নিন। শুষ্ক ভাব কেটে গিয়ে আপনার ত্বক হয়ে উঠবে ঝলমলে, প্রাণবন্ত।

প্রসঙ্গত, যারা মেক-আপ ব্যবহার করেন, মেক আপ তুলে ফেলার পরে এই মিশ্রণ মুখে স্প্রে বা তা দিয়ে মুখ মুছে নিন। উপকার পাওয়া যাবে সহজেই।

 

এল এস