ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


খালেদা জিয়া হাজির...


১৭ অক্টোবর ২০১৮ ০২:৪৩

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে। বহুল কাঙ্খিত এ রায় আগামী ২৯ অক্টোবর ঘোষণা করবে আদালত। মঙ্গলবার (১৬ অক্টোবর) রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৫ নম্বর অস্থায়ী বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।

জানা গেছে, রায় ঘোষণার দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত থাকবেন বলে মন্তব্য করেছেন দুদক আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন কাজল এ কথা বলেন।

মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়াসহ ও এই মামলার আরও দুজন আসামি হাজতে আছেন। মামলার রায় ঘোষণার দিন তাদেরকে আদালতে হাজির করা হবে।

খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তিনি কীভাবে আদালতে হাজির হবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন কাজল বলেন, হাসপাতালে থাকলে আসা যায় না? হাজার হাজার মানুষতো আদালত থেকে হাসপাতালে গিয়ে হাজিরা দেয়। হাসপাতালতো দেশের ভিতরেই। উনিতো বাংলাদেশেই আছেন।

দুদক আইনজীবী এসময় আরও বলেন, আদালত বলে দিয়েছে মাস্ট বি কন্টিনিউ। উচ্চতর আদালত যে আদেশ দিবে আমরা সেটা মাথা পেতে নেবে।

প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি করে দুদক। এ মামলায় অভিযুক্ত অপর তিন আসামি হলেন, খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এমএ