ঢাকা মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


হাজার পাউন্ড গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর!


৮ জানুয়ারী ২০১৯ ০২:১৯

আর্জেন্টিনায় পুলিশের তত্ত্বাবধানে থাকা গুদামঘর থেকে এক হাজার পাউন্ড (প্রায় ৫০০ কেজি) গাঁজা গায়েব হয়ে গেছে। গুদামঘরের দায়িত্বে থাকা পুলিশের অভিযোগ, ইঁদুরের পালই এই গাঁজা খেয়ে সাবাড় করেছে। এ ঘটনায় ৮ আর্জেন্টাইন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের পিলারে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ইঁদুরের গাঁজা গায়েব করার ঘটনা নতুন না। এমনকি অস্বাভাবিক ও না। এমনটা এর আগেও হয়েছে। কিন্তু তদন্তকারী ফরেনসিকের দল সবরকম প্রমাণ যাচাই-বাছাই করে জানায়, গাঁজা গায়েব হওয়ার পেছনে ইঁদুরের কোনও হাত নেই!

প্রায় দু'বছর ওই গুদামঘরে গাঁজা সংরক্ষিত করে রাখা হয়েছিল। সম্প্রতি গুদামঘর পরিদর্শন করতে গেলে গাঁজা গায়েব হবার ঘটনাটি ধরা পড়ে। হিসাব অনুযায়ী সেখানে প্রায় ১৩,২০০ পাউন্ড (প্রায় ৬০০০ কেজি) গাঁজা রাখার তথ্য থাকলেও পরিদর্শনকারীদের দল সেখানে ১২০০০ পাউন্ড গাঁজা পায়। প্রায় ১০০০ পাউন্ড গাঁজা সেখান থেকে গায়েব ছিল। হাজার ইঁদুরের পাল দিয়ে গুদামঘর ভরে না গিয়ে থাকলে এই পরিমান গাঁজা গায়েব হবার সম্ভাবনা নেই।

এই গুদামের দায়িত্বে থাকা প্রাক্তন এক পুলিশ কমিশনার জাভিয়ার স্পেসিয়া তার পদত্যাগ পত্রে এই গুদামঘরে মজুদ করা গাঁজার সাথে সম্পৃক্ত কোনও তথ্যপত্রে স্বাক্ষর করেনি। পরবর্তীতে তার জায়গায় নিযুক্ত নতুন কমিশনার এমিলিও পর্তেরো দায়িত্ব নিলে ব্যাপারটি তার নজরে আসে। তখন তিনি উপযুক্ত কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানান এবং তদন্তের জন্য আবেদন করেন।