ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


কৃত্রিম চাঁদ বানাচ্ছে চীন


২০ অক্টোবর ২০১৮ ১৮:০৪

চীনের সিস্টেম সায়েন্স রিসার্চ ইন্সটিটিউট-র প্রধান ইউ চুনফেং জানিয়েছেন তিনটি কৃত্রিম চাঁদ তৈরি করতে যাচ্ছে চীন। ২০২০ সালের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

ইউ চুনফেং জানান, ২০২২ সালে ওই তিনটি কৃত্রিম চাঁদ মহাকাশে পাঠানো হবে। ওই চাঁদগুলো আসলে বড় উপগ্রহ, যাতে থাকবে বড় বড় আয়না, যা সূর্যের আলো পৃথিবীতে আরো বেশি ভালো করে প্রতিফলিত করবে।

চুনফেং বলছেন, আয়না থেকে প্রতিফলিত সূর্যালোক প্রায় ৩৬০০–৬৪০০ বর্গফুট এলাকা আলোকিত করবে এবং তার ঔজ্জ্বল্য চাঁদের থেকে প্রায় আটগুণ বেশি হবে।

চীনা মহাকাশ বিজ্ঞানীরা জানান, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে ৩৮০০০০ কিলোমিটার দূর থেকে। কৃত্রিম চাঁদগুলি পৃথিবী থেকে ৫০০ কিলোমিটার দূরের কক্ষপথে রাখা হবে।

এদিকে, কৃত্রিম চাঁদের ফলে দিন-রাতের তারতম্যে পার্থক্য হয়ে পৃথিবীর জীবনচক্রে বিঘ্ন ঘটতে পারে বলে মনে করছেন অন্যান্য দেশের বিজ্ঞানীরা।

এসএমএন