ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


বাণিজ্যিক ধারার ছবিতে প্রথমবার ইমতু রাতিশ


১০ ডিসেম্বর ২০১৮ ০৩:০৪

নার্গিস আক্তার পরিচালিত ‘যৈবতি কন্যার মন’ ছবিতে প্রথম কাজ করেন ইমতু রাতিশ। সরকারি অনুদানের ওই ছবির কাজ শুরু হয়েছিল ২০১৬ সালে। ছবির তিন লট শুটিং করেছিলেন ইমতু। এখনও আলোর মুখ দেখেনি। ইমতুর আশা আগামী বছরে ছবির কাজ শেষ হবে, মুক্তিও হবে।

তার আগে আরেকটি নতুন ছবিতে কাজ করছেন জনপ্রিয় এই উপস্থাপক কাম মডেল-অভিনেতা। এবার সরকারি অনুদান নয়, পুরোপুরি বাণিজ্যিক ধারার ছবি করছেন ইমতু রাতিশ। ইমতু অভিনীত এই ছবির নাম আবার বসন্ত। পরিচালনা করছেন অনন্য মামুন, নির্মিত হচ্ছে ট্যাম মাল্টিমিডিয়ার ব্যানারে।

আজ (৩ ডিসেম্বর) থেকে ঢাকার উত্তরায় এর শুটিং করছেন ইমতু।

চ্যানেল আই অনলাইনকে ইমতু রাতিশ বলেন, একবারেই বাণিজ্যিক ধারার ছবিতে প্রথমবার কাজ করছি। পারিবারিক গল্পের ছবি আবার বসন্ত। যেখানে তারিক আনাম আমার বাবা। শেষ বয়সে এসে তিনি আবার নতুন করে জীবন সাজাতে চান। এ নিয়ে পরিবারিক টানাপড়েন দেখা যায়। এক পর্যায়ে পরিবার ও বাবাকে ফিরিতে আনতে লোহমর্ষক ঘটনা ঘটে যায়। দিনশেষে মানুষের পরিবারটাই আসল, এটাই এ ছবির মূল উপজীব্য।

 

ছবিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, অর্চিতা স্পর্শিয়া, করবী মিজান, মুকিত জাকারিয়া, নুসরাত পাপিয়া প্রমুখ। প্রথমদিনের শুটিংয়ে ছিলেন সবাই।

প্রথম লটে টানা ১০ দিন শুটিং হবে ছবিটির, দ্বিতীয় লটের কাজ হবে নেপালে।

নির্মাতা অনন্য মামুন জানান, ভালো ছবি নির্মাণের জন্য স্টার লাগে না, গল্পটাই আসল। এবার গল্পের শক্তি নিয়েই কাজ করতে যাচ্ছি। আর গল্পের দাবিতে অসাধারণ কয়েকজন ভালো অভিনয়শিল্পীকে সঙ্গে পেয়েছি। আশা করছি ভালো কিছু হবে। ইচ্ছে আছে, ৮ ফেব্রুয়ারি ”আবার বসন্ত’ মুক্তি দেব।

ইমতু রাতিশ অভিনীত ওয়েব সিরিজ ‘ফোন এক্স’ প্রচার হচ্ছে। আরেক ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’র শুটিং শেষ হয়েছে কদিন আগে। আপাতত তার মনোযোগ এখন ‘আবার বসন্ত’ নিয়ে।