ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


‘আমি কোনো কালেই বিএনপি ছিলাম না’


২৬ নভেম্বর ২০১৮ ০৩:৪০

এক সময় বিএনপির সমর্থন নিয়ে ঢাকা সিটি নির্বাচনে ঢাকার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে জয়ী হয়েছিলেন এক সময়ের পর্দা কাঁপানো খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বিএনপির সঙ্গে রাজনীতিতে যুক্ত থাকায় কারাবাসও করতে হয়েছে রুপালী পর্দার এই তারকা ভিলেনকে।

মাঝে বেশ কিছুদিন রাজনৈতিক কর্মকাণ্ডে নিরব থাকলেও আবার তিনি সরব হয়েছেন। এরইমধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র কিনেছেন জনপ্রিয় এই খল অভিনেতা। দলটির হয়ে টিকিট পেতে মরিয়া তিনি। অংশ নিতে চান সংসদ নির্বাচনে। ডিপজল আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দেবেন।

ডিপজল বলেন, ‘ঢাকার ৯ নম্বর ওয়ার্ডে টানা ১৪ বছর নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলরের দায়িত্ব পালন করেছি। এখনো আমাকে স্থানীয় জনগণ পদে দেখতে চায়। আমি জয়ী হয়ে সংসদে যেতে চাই। পাশে দাঁড়াতে চাই সাধারণ মানুষের।’

বিএনপির মানুষ হিসেবেই তার পরিচিতি। বিএনপির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি পুরাই অস্বীকার করেন এই খল অভিনেতা। তিনি বলেন, ‘আমি কোনো কালেই বিএনপি ছিলাম না। আমাকে বিএনপি বানিয়ে রেখেছিল। আমি যতদূর জানি বিএনপির কোথাও আমার নাম নেই। আমার প্রথম দল আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের পক্ষেই নির্বাচনে অংশ নিতে চাই।’

বিএনপির সমর্থন নিয়ে কাউন্সিলর ছিলেন বলে প্রশ্ন রয়েছে। তা নিয়ে এই ভিলেন বলেন, ‘আমি তো কোনো দলের হয়ে কাউন্সিলর ইলেকশন করিনি। কেউ বলতে পারবে না। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচন করেছি বিধায় আমি সকলের কাছে জনপ্রিয়। আমাকে যদি প্রধানমন্ত্রী মনোনয়ন দেন তাহলে এখানে আর কেউ দাঁড়াবে না, আমি পাশ করবো ইনশাল্লাহ।’

উল্লেখ্য, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ঢাকা-১৪ আসন থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছেন।