ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


ছোট পর্দার প্রিয় মুখ শহিদুল্লাহ সবুজ


২২ অক্টোবর ২০১৮ ০১:৩৬

শহিদুল্লাহ সবুজ

নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ছোট পর্দার প্রিয় অভিনেতা শহিদুল্লাহ সবুজ। প্রায় এক যুগ ধরে পথচলা এ অভিনেতার কাজ শুরু ২০০৬ সালে বঙ্গরঙ্গ নাট্যদলের হয়ে মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে। এরপর ২০১১ সালে নাট্য কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছেন নিয়মিত। বর্তমানে টিভি নাটকে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার অভিনীত প্রচার চলতি ধারাবাহিকগুলো হচ্ছে মাছরাঙা টেলিভিশনে অরণ্য আনোয়ার পরিচালিত ‘ফুল এইচডি’, এটিএন বাংলায় কচি খন্দকার পরিচালিত ‘সিনেমাহল’ এবং দীপ্ত টিভিতে মীর সাব্বির পরিচালিত ‘মালেক হইতে সাবধান’। এছাড়াও প্রচারের অপেক্ষায় থাকা ধারাবাহিকের মধ্যে রয়েছে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘বনলতা’ ও ‘গোল্ডেন ভাই’, রায়হান খান পরিচালিত ‘বৃহস্পতি তুঙ্গে’ এবং শামস্ করিম পরিচালিত ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’। ধারাবাহিকের পাশাপাশি নিয়মিত খণ্ডনাটক ও বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ ও নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ সিনেমা দুটিতে অভিনয় করেছেন। নিজের ব্যস্ততা প্রসঙ্গে সবুজ বলেন, ‘অভিনয় ছেড়ে অন্য কোনো পেশায় যাওয়ার চিন্তাও করিনি। নিজেকে একজন সত্যিকারের শিল্পী হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য মন দিয়ে কাজ করে যাচ্ছি।’