ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


পড়ে গেল রূপির দাম, ডলার কিনতে হিমশিম


৩১ আগস্ট ২০১৮ ২২:১৭

ভারতীয় রূপির দাম কমে গেল আরেকবার। শুধু পতনই নয়, রেকর্ড পরিমাণ পতন। শুক্রবার (৩১ আগস্ট) দর ২৬ পয়সা নেমে গিয়েছে। এখন ডলার কিনতে হিমশিম খাচ্ছে নরেন্দ্র মোদির দেশটি। এখন ১ ডলার কিনতে ৭১ রূপি ব্যয় করতে হচ্ছে। বলা চলে, ডলার কিনত হিমশিম খাচ্ছে ভারত।

শুক্রবারের এ দিনটির শুরুতে দর ছিল ৭০.৭৪ টাকা। কিন্তু কিছু ক্ষণ পরেই ২৬ পয়সা দাম পড়ে যায়। ফলে দেশটির মুদ্রার দাম দাঁড়ায় ৭১ রূপিতে। গত তিন দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার রেকর্ড পতন হল মুদ্রামানের। গত ২৯ অগস্ট রূপির দাম ৪৯ পয়সা কমে গিয়েছিল।চলতি মাসে দেশটিতে মুদ্রামান ৩.৪ শতাংশ কমে যায়। এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ শতাংশ দাম পড়েছে রুপির।

দেশটির অর্থ বিশেষজ্ঞরা বলছেন, এশিয়ার দেশগুলির মুদ্রার তুলনায় ভারতীয় অর্থবাজার পরিস্থিতি খুবই মন্দা। তেল রপ্তানিকারী দেশগুলিতে ডলারের ব্যাপক চাহিদা থাকায় এ ধ্বস নেমেছে বলে মনে করছেন তারা।

দেশটিতে মুদ্রাস্ফীতির একটা আশঙ্কা তৈরি হয়েছে কেননা ব্যাপক হারে অর্থের ধ্বস নেমেছে। এ বিষয়ে দেশটির আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গের বলেন, দিন কয়েকের মধ্যেই ডলারের দাম ৬৮-৬৯ টাকা হবে। অর্থনীতির বাজার পড়ে যাওয়ায় বিদেশ ভ্রমণ এবং সেখানে পড়াশোনার ক্ষেত্রেও দারণ প্রভাব পড়ছে দেশটিতে।