ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


নেত্রকোনায় চারদিনব্যাপী আয়কর মেলা


১৬ নভেম্বর ২০১৮ ২২:২১

‘উত্তরণ, আয়করের অর্জন’ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা কর কমিশনার অফিসের উদ্যোগে অফিস প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে চারদিনব্যাপী আয়কর মেলা।

নেত্রকোনা ডায়বেটিক সমিতির সভাপতি প্রবীন চিকিৎসক ডা. এম এ হামিদ খান সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে পিতা কেটে আয়কর মেলার উদ্বোধন করেন।

এ উপলক্ষে কর অঞ্চল সার্কেল-১৯ নেত্রকোনার সহকারী কর কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার মোহাম্মদ শোয়াইব-এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা ডায়বেটিক সমিতির সভাপতি প্রবীন চিকিৎসক ডা. এম এ হামিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, পিপি এডভোকেট ইফতেখার উদ্দিন আহাম্মদ মাসুদ, নেত্রকোনা চেম্বার অব কমার্সের সভাপতি হাজী আব্দুল ওয়াহেদ ও সহকারী কর কমিশনার এমদাদুল হক খান প্রমূখ।

নেত্রকোনার সহকারি কর কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানে জানান, জনগনকে কর দানে উদ্ধুদ্ধ করতেই আয়কর মেলার আয়োজন। আয়কর মেলা ১৫ থেকে ১৮ নভেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

এমএ