ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


কিশোরগঞ্জের মা ও স্ত্রী হত্যার দায়ে ঘাতকের ফাঁসির আদেশ


১৬ নভেম্বর ২০১৮ ০২:৩৮

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মা ও স্ত্রীকে খুনের দায়ে ঘাতক ছাবেদ আলীকে (৬৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) আসামির উপস্থিতিতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এজিএম আল মাসুদ এই রায় ঘোষনা করেন। রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত জাবেদ আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের আদেশ প্রদান করেন।

ছাবেদ আলী পাকুন্দিয়া উপজেলার এগার সিন্দুর এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে। ২০০৩ সালের ২শে জুন রাতে স্ত্রী মনোয়ারা খাতুনকে (৩৫) পরকিয়া করার সন্দেহে দা দিয়ে কুপিয়ে হত্যা করে, মনোয়ারার চিৎকার শুনে ছাবেদের মা জহুরা খাতুন মনোয়ারা কে বাচাঁতে এগিয়ে এলে ঘাতক ছাবেদ আলী তার মাকেও কুপিয়ে হত্যা করে।

জোড়া খুনের ঘটনায় ছোট ভাই আসাদ মিয়া বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমান ওই বছরের ২২ ডিসেম্বর আদালতে অভিযোগ পত্র দায়ের করেন।
সরকার পক্ষে এপিপি যজ্ঞেশ্বর রায় চৌধুরী এবং আসামী পক্ষে অ্যাডবোকেট লুৎফর রশিদ রানা মামরা পরিচালনা করেন।

এমএ